কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবে

ওকে, যেটা অনেকে প্রশ্ন করে, ভাই আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই!!? আমাদের দেশে ফ্রিল্যান্সিং জিনিসটা এখন অনেকটা ব্র্যান্ড হয়ে গেছে | ভুল ধারণাটা হচ্ছে, বেকার ছেলে-মেয়েরা কম্পিউটার, কিবোর্ড নিয়ে অনলাইনে যে কাজ করে এবং যা দুইদিন পর নাও থাকতে পারে (সুতারাং, তোমার সাথে বাবা, আমার মেয়ের বিয়ে দিবো না!!), তাকে বাংলায় ফ্রিল্যান্সার বলে! । ফ্রিল্যান্সিং, এটা কিন্তু সব ধরনের পেশায় আছে, ধরো একজন ফটোগ্রাফার সেও কিন্তু ফ্রিল্যান্সার হতে পারে | প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? সহজ ভাবে বললে, ফ্রিল্যান্সার হচ্ছে, যে কোনো নির্দিষ্ট কোন কোম্পানির হয়ে নয়টা দশটা কাজ করে না। একজন ফ্রীল্যান্সার যে কোন কোম্পানির হয়ে কাজ করতে পারেন, এবং যে কোন সময় এসে তার কাজটা করতে পারে | এবং তার নির্দিষ্ট কোন বস থাকে না, একচুয়ালি তার কোন বস-ই থাকে না | স্বাধীনতা, এটাই হচ্ছে এই পেশার সবচেয়ে আকর্ষণীয় জিনিস | এ কারণে আমাদের দেশে লাখ লাখ ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং পেশার দিকে ঝুঁকে পড়ছে। আর একটা কঠিন ভুল ধারণা হচ্ছে, এটা খুব সহজ, দুইদিনের মধ্যে সর্টকাটে বড়লোক হয়ে যাবো!! । দুইটা জিনিস সবসময় মাথায় রাখা উচিৎ, এক – পৃথিবীতে সহজ বলে কিছু নাই এবং দুই – সর্টকাটে কখনো বড়লোক হওয়ার স্বপ্ন দেখবে না কারণ এটা অবাস্তব চিন্তা ভাবনা ।

প্রফেশনাল হতে হবে

তবে এদের মধ্যে বেশিরভাগই প্রফেশনাল না কারণ খুব কম ছেলেমেয়ে একটা ট্রেনিংয়ের মাধ্যমে কাজটা করতে আসছে | তুমি একটা পেশায় যাচ্ছ, তোমার সেই পেশা সম্পর্কে খুব ভালো ধারনা থাকতে হবে, তোমাকে এক্সপার্ট হতে হবে | ধরো, তোমার বাড়িতে বিদ্যুতের কাজ করার জন্য তুমি একজন ইলেকট্রিশিয়ান ডাকছো, তোমার বাড়িতে ইলেক্ট্রিশিয়ান যদি কাজকর্ম ঠিকমত না করতে পারে, যদি প্রফেশনাল না হয়, তবে কখনও তার থেকে আর কাজ করে নেবে? আমাদের প্রবলেম হচ্ছে, আমরা যারা ফ্রিল্যান্সিং এ আসতেছি ম্যাক্সিমাম এর যে কাজটা সে করবে, সে বিষয়ে তার কোনো প্রাতিষ্ঠানিক দক্ষতা বা শিক্ষা নাই। যারা ফ্রিল্যান্সিং এ ভালো করছে, খোঁজ নিলে জানতে পারবা, প্রায় সবাই নিজে নিজে শিখেছে, কাজ করতে করতে সে একসময় দক্ষ হয়েছে। আমি ২০১০ সাল থেকে এই জগতে আছি, সত্যি কথা বলতে, আমি যা কিছু শিখেছি এ পর্যন্ত সেটা আমার অভিজ্ঞতা থেকে, কোথাও প্রাতিষ্ঠানিকভাবে আমার পেশা সম্পর্কে কোনো কিছু শিখিনি। স্বশিক্ষিত হওয়ার অনেক ভালো দিক আছে, এটা নিয়ে পরে কখনো কথা বলা যাবে। তবে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে, এতে ভুলের সম্ভাবনা অনেক বেশি হয়, তুমি অন্যের থেকে শিখলে এই ভুলগুলো হয়তো তুমি নিজে কখনো করবে না । আর নিজে নিজে কোন কিছু শিখতে গেলে সময়টা অনেক বেশি লাগে।

এটার আপডেটেড ভার্সন পাবেন এখানে - আপনার কি ফ্রিল্যান্সিং করা উচিত?