টিকটক ফ্যান? এখন থেকে টিকটকে আপনি চাকরীর আবেদনও করতে পারবেন । টিকটক চালু করেছে TikTok Resumes, যেখানে আপনি ৬০ সেকেন্ডের শর্ট ভিডিওর মাধ্যমে নিজের জীবন বৃত্তান্ত উপস্থাপন করতে পারবেন । Recruiting Industry তে এটা নতুন আইডিয়া হলেও এর ভবিষ্যত অনেক ভালো বলে মনে করা হচ্ছে । ইতিমধ্যেই টিকটক Shopify, Target, WWE এর মতো বড় বড় কোম্পানির সাথে চুক্তি করেছে । #TikTokResumes ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার Resume পোস্ট করতে পারবেন ।
শুনতে অবাক লাগলেও টিকটক গুগলের মত অনেক ধরনের ব্যবসার সাথে নিজেদেরকে কানেক্ট করছে । চাকরির ওয়েবসাইট বলতে আমরা মূলত জানি, Indeed, Glassdoor । Linkedin বহুদিন থেকে জব পোস্টিং এর ব্যবস্থা রেখেছে, ফেসবুক, স্নাপচাট এর মতো কোম্পানিও recruitment এবং জব পোস্টিং এর সিস্টেম চালু করেছে । কিন্তু টিকটক জব পোস্টিং এর সিস্টেম চালু করবে এটা খুবই অবাক করার বিষয় । নিশ্চিতভাবে বেশিরভাগ লোক এটা আশা করে নি । তবে ঘটনা সত্য, জুলাই ৭, ২০২১ টিকটক প্রেস রিলিজের মাধ্যমে ঘোষণা করে এখন থেকে তাদের প্লাটফর্মে জব পোস্ট করা যাবে । তবে জেনে রাখবেন, আপাতত টিকটকের এটা একটা পাইলট প্রজেক্ট, সবার জন্য এটা তখন-ই available হবে যদি তারা মনে করে তাদের pilot project সফল হয়েছে ।
জীবন বৃত্তান্ত সব সময় টেস্ট ফরম্যাটের হয় । তবে অন্য সব বিষয়ের মত টিক টক এর জীবন বৃত্তান্ত অনেকটা আলাদা । টিকটকের রিজিউমি পুরোপুরি ভিডিও ফরম্যাটের, এখানে ৬০ সেকেন্ড সময় দেওয়া হয় । ৬০ সেকেন্ডের শর্ট ভিডিওর মাধ্যমে চাকরি প্রার্থীরা তাদের প্রধান দক্ষতা সমূহ, অতীতে কি কাজ করেছে এবং ভবিষ্যতে ক্যারিয়ারে তারা কি করতে চায় এগুলো বর্ণনা করে । বেশ কিছু বড় কোম্পানির সাথে টিকটক ইতিমধ্যেই চুক্তি করেছে এবং আরো অনেক কোম্পানি এখান থেকে recruit করার চেষ্টা করতেছে । এখানে প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার জীবন বৃত্তান্ত টিকটক এ পোস্ট করবেন?
টিকটকে কিভাবে চাকরির আবেদন করবেন – Tiktok Resumes
টিকটকে চাকরি খোঁজার সুবিধা
অন্যান্য চাকরির প্লাটফর্মে আপনার জীবন বৃত্তান্ত অ্যাভারেজে ২৫০ থেকে ৩০০ মানুষ দেখে । টিকটকের যেটা সবচেয়ে বড় সুবিধা, এখানে আপনার জীবন বৃত্তান্ত এর থেকে অনেক বেশি মানুষ দেখবে । তবে প্রশ্ন যেটা থেকেই যায়, কত জন এর মধ্যে আসলে আপনাকে চাকরিতে নেওয়ার জন্য দেখবে । যদিও ভিডিও ফরমেট এ ধরনের জীবন বৃত্তান্ত কর্পোরেট জগতে একেবারেই নতুন, তবে আমার মতে এখানে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা আছে এবং যেগুলো আসলেই বাস্তব ।
Covid-19 পরবর্তী সময়ে অনেক কর্পোরেট কাজ অনলাইন নির্ভর হয়ে গেছে । বর্তমান অর্থনীতিতে অনেক বেশি মানুষ ডিজিটাল কনটেন্ট যেমন ভিডিও এর মাধ্যমে যোগাযোগ করে । অনেকেই এখন বাসা থেকে অফিসের কাজকর্ম করছে, করোনা একেবারে চলে গেলেও আমার মনে হয় না এই জিনিসটা একেবারে উঠে যাবে । সবকিছু যেহেতু অন্যভাবে করা হচ্ছে তাহলে recruiting system কেন আলাদা থাকবে?
টিকটকে জীবনবৃত্তান্তের সবচেয়ে বড় সুবিধা আমার কাছে যেটা মনে হয়, এটা যদি ভালোভাবে আপনি ব্যবহার করতে পারেন তবে অন্য চাকরী প্রার্থীদের থেকে খুব সহজেই আপনি নিজেকে আলাদা রাখতে পারবেন । আপনি ৬০ সেকেন্ডের মাধ্যমে আপনার পুরো জীবন বৃত্তান্ত হাইলাইট করতে বাধ্য হবেন, এর ফলে যারা আপনাকে হায়ার করবে তারা অল্প সময়ে বুঝতে পারবে যে আপনি আসলে তাদের জন্য যোগ্য কি-না । পার্সোনালিটি টা অনেক বড় বিষয়, কাগজের জীবনবৃত্তান্তে একটা মানুষের পার্সোনালিটি কখনোই বোঝা যায় না কিন্তু ভিডিওতে খুব সহজে যারা আপনাকে হায়ার করবে তারা বুঝতে পারবে যে আপনার পার্সোনালিটি লেভেল টা কেমন । সেটা আপনি যে চাকরির জন্য আবেদন করছেন সেটার সাথে যায় কিনা । এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা । বিশেষ কিছু চাকরি আছে যেমন public-facing, digital marketing, content creation, video production এগুলোর জন্য টিকটকের ভিডিও resume আমার কাছে মনে হয় যে ও অনেক ভাল একটা মাধ্যম । কারণ তাদের কাজটা অনেকটা টিকটকে নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, অনেকটা এরকমই হবে । এখানে যদি সে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, যারা আপনাকে হায়ার করবে তারা মনে করবে যে আপনি জবের জন্য পারফেক্ট ।
টিকটক জবের অসুবিধা কি
প্রথমত আমি যেটা মনে করি যে একটা লম্বা সময় ধরে কর্পোরেট জগতে নির্দিষ্ট একটা মাধ্যমে চাকরিপ্রার্থী তারা খোঁজে ।সেখান থেকে হঠাৎ করে এই টাইপের ডিজিটাল মাধ্যমে আসতে অনেক সময় লাগবে । শুরুর দিকে অনেকেই এটা তে আগ্রহী হবে না । আবার অনেকেই আছেন যারা মনে করেন যারা টিকটক করে তারা একচুয়ালি কাজের জগতে খুব ভালো করতে পারে না, সুতারাং তাদের কে চাকরীতে নেওয়ার কোন মানে হয় না । এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টিকটকের পুরো সিস্টেমটা অ্যালগরিদম নির্ভর, ভাইরাল টাইপেরই resume দেখা যাবে সবখানে ছড়িয়ে পড়েছে । এভাবে তো আর চাকরি হবে না, তাই না? আর যে কোন মানুষকে চাকরি দেওয়ার আগে কোম্পানি গুলোর সবচাইতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক, টিকটক ব্যাকগ্রাউন্ড চেক এর কোন অপশন নাই সুতরাং এই কাজটা করার জন্য তাদেরকে অবশ্যই Linkedin বা ফেসবুক বা ইনস্টাগ্রাম টাইপের ওয়েবসাইটগুলোতে যেতে হবে, যেখানে তারা চেক করবে যে তাদের কর্পোরেট পলিসির সাথে যায় না এরকম কিছু চাকরিপ্রার্থী করেছে কিনা । তারা হয়তো তার টিকটকের ভিডিও দেখতে পারে কিন্তু এখান থেকে তার কর্পোরেট লাইফ কেমন হবে এইটা ধারণা করা খুবই কঠিন । বলা যায় টিকটকের জব সাইট একেবারে নতুন কিছু, তবে এটা টিকটকের মতোই রিভলিউশনারি হবে এটা বলা খুবই কঠিন । আপাতত অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই । তবে আমার ধারণা এই system টা এখন হয়তো ওভাবে কাজ করবেনা ।তবে ধীরে ধীরে একটা সময় আসবে, যখন অনেকেই হয়তো ভিডিও ইন্টার্ভিউ এর মত ভিডিও রিজিউম এই বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যাবে । তখন কিন্তু টিকটকের এই জব সাইট অনেক ভালো করবে, যদি ততদিন টিকে থাকতে পারে । অথবা দেখা যাবে নতুন কোন ডিডিকেটেড প্লাটফর্ম এই আইডিয়াটা ব্যবহার করে অনেক ভালো একটা ভিডিও based job ওয়েবসাইট তৈরি করবে ।