স্কুইড গেইম: কেন এটা এতো জনপ্রিয়, রিভিউ
মনে আছে গ্যাংনাম স্টাইলের কথা? ২০১২ সালে এই গান অনেকটা ধূমকেতুর মতো ইউটিউবে আবির্ভাব হয়েছিল এবং সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল । স্কুইড গেম নাম শোনার পর মনে হবে এটা বোধহয় স্পন্জ ববের পেট্রিক এবং স্কুইড, আসলে এটা একটা কোরিয়ান টিভি সিরিজ যেটা এখন নেটফ্লিক্স কাঁপিয়ে দিচ্ছে, সেপ্টেম্বরের ১৭ তারিখ সিরিজটি…